আবরার হত্যা মামলায় আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করছে রাষ্ট্রপক্ষ।

৬ অক্টোবর ২০১৯। রাত ৮ টা ২০ মিনিটে শেরেবাংলা হলের ২০১১ নম্বর রুমে ডেকে নিয়ে যাওয়া হয় বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে। সেখানেই কিল ঘুষি ও ক্রিকেট স্ট্যাম্পের উপুর্যপুরি আঘাতে মৃত্যু হয় আবরারের। পরে চাদরে মুড়িয়ে মেধাবী এই শিক্ষার্থীর লাশ নিচতলার সিড়ির সামনে ফেলে রাখে হত্যাকারিরা।
যেই ঘৃন্য উপায়ে আবরারকে হত্যা করা হয়, তা শুধু নৃশংস নয়, জঘন্যতম অপরাধ এবং সেই অপরাধের নেপথ্যে ছিল ক্ষমতার দাম্ভিকতা ও অহংকার। এমন পর্যবেক্ষণ তুলে ধরে মৃত্যুদণ্ডের সাজার বিধান রেখে সব আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করছে রাষ্ট্রপক্ষ।
তবে আবরারের মৃত্যুকে অনিচ্ছাকৃত ঘটনা দাবী করে সর্বোচ্চ সাজায় চার্জ গঠনের বিরুদ্ধে যুক্তি তুলে ধরে আসামীপক্ষ। কারাগারে থাকা ২২ আসামীর মধ্যে ১৩ আসামীর আইনজীবীদের বক্তব্য গ্রহণ করে ৯ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয় বহুল আলোচিত এই মামলার অভিযোগ গঠনের শুনানি।