আবরার হত্যা মামলা

করোনাকালীন ছুটির পর আবরার হত্যা মামলার কার্যক্রম শুরু হয় ২ সেপ্টেম্বর। সেদিন ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। পরে ১৩ জনের পক্ষে তাদের আইনজীবীরা অব্যাহতি আবেদনের শুনানি করেন। আজ বাকি ৯ আসামির আবেদনের শুনানি শেষ হয়। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানান।
শুনানি শেষে বিচার শুরুর বিষয়ে আদেশের জন্য ১৫ সেপ্টেম্বর দিন ঠিক করে আদালত। মামলার বাকি ৩ আসামি পলাতক। বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে গত বছর ৬ অক্টোবর রাতে নির্যাতন করে হত্যা করা হয়। সে হলেরই ২২ জন বুয়েট শিক্ষার্থী। পরদিন আবরারের বাবা ১৯ শিক্ষার্থীকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন। তদন্তে নেমে পুলিশ এজাহারের ১৬ জনসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটজন। পলাতক রয়েছে আরো ৩ আসামি।