একইদিনে প্রত্যাহার দুই ওসি

কক্সবাজার সদর থানার নবনিযুক্ত ওসি খায়রুজ্জামান ও টেকনাফ থানার ওসি আবুল ফয়সলকে। এর মধ্যে ওসি খায়রুজ্জামানকে শিল্প পুলিশে এবং ওসি আবুল ফয়সলকে এপিবিএনে বদলি করা হয়েছে।
গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের উচ্চপদস্থ দায়িত্বশীল এক কর্মকর্তা। তবে কী কারণে তাদের হঠাৎ করে সরিয়ে দেয়া হলো, সে ব্যাপারে তিনি কিছু জানাননি।
জানা গেছে, থানা হাজতে এক আসামির মৃত্যুর ঘটনায় সম্প্রতি কক্সবাজার সদর থানার ওসি শাহজাহান কবিরকে প্রত্যাহার করা হয়। তার জায়গায় গত ১৭ আগস্ট নতুন ওসি হিসেবে যোগ দিয়েছিলেন খায়রুজ্জামান। মাত্র তিন দিনের মধ্যে তাকেও বদলি করে দেয়া হলো।
অন্যদিকে, পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্থলাভিষিক্ত হয়েছিলেন মো. আবুল ফয়সল। গত ১০ দিন আগে তিনি সেখানে যোগদান করেন।