করোনায় আক্রান্ত মাহবুবে আলম

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।শুক্রবার আইনমন্ত্রী আনিসুল হক করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, (শুক্রবার) সকালে তার অনেক জ্বর ছিল। তবে এখন জ্বর কম। এখন তিনি ভালো আছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি করোনা পজিটিভ কি না- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, হ্যাঁ, তিনি করোনা পজিটিভ।
এদিকে, হাসপাতাল থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার শারীরিক অবস্থা সম্পর্কে ফোনে জানিয়েছেন যে, তিনি এখন ভালো আছেন। হাসপাতালে ভর্তি আছেন।