করোনায় আক্রান্ত হলেন ইফতেখার হোসেন

অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে ডাক পাওয়া ৪৫ ক্রিকেটারের করোনা ভাইরাস পরীক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো নমুনা সংগ্রহ করা হয়েছিল আরও ১৫ ক্রিকেটারের। গতকাল সকালে তাদের পরীক্ষার ফল এসেছে, তাতে পজিটিভ হয়েছেন একজন। বাকি ১৪ জন নেগেটিভ।
বিষয়টি নিশ্চিত করে বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার। তিনি বলেন, ‘মঙ্গলবার আমরা ১৫ ক্রিকেটারের কোভিড-১৯ টেস্ট করিয়েছি। একজন পজিটিভ এসেছেন। তিনি এখন আইসোলেশনে থাকবেন। আর বাকিদের বিকেএসপিতে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার শেষদিনের মতো ১৬ ক্রিকেটারের নমুনা সংগ্রহ করা হবে।’ দ্বিতীয় দিনের নমুনা দেওয়া ক্রিকেটারদের মধ্যে ১৫ ক্রিকেটারকে সকাল দশটায় বিকেএসপিতে নিয়ে যাওয়া হয়। আর পজিটিভ হওয়া ক্রিকেটারকে আইসোলেশনে নেওয়া হয়েছে বিসিবির ব্যবস্থাপনায়। আগামী ২৩ আগস্ট থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হবে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প, যা চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত । এর আগেই ডাক পাওয়া ৪৫ ক্রিকেটারের করোনা পরীক্ষা হচ্ছে তিন দিন ভাগ করে। দুই দিনে ৩০ ক্রিকেটার ও ১২ সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়ে গেছে এরই মধ্যে। শুরুতে ৪৫ জনের প্রাথমিক দল দিলেও পরবর্তীতে আরও একজন ক্রিকেটারকে যোগ করেছে বিসিবি।