কেজিতে ১০০ পিঁয়াজের দাম

১ কেজি পেঁয়াজের দাম পৌঁছলো ১০০ টাকায়। আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে, এমন ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মাথায় দাম বেড়ে গেল।
১ বছর আগের ঠিক এই সময় পেঁয়াজ নিয়ে দেশে একটা তেলেসমাতি কাণ্ড ঘটে গেছে। দাম বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছিল প্রায় ২০০ টাকা পর্যন্ত। অনেক চেষ্টার পরও দাম নিয়ন্ত্রণ করতে না পেরে সরকারকে পেঁয়াজ আমদানি করতে হয়েছিল তুরস্ক, পাকিস্তানসহ আরো কয়েকটি দেশ থেকে।
গতকাল ভারতের রপ্তানি বন্ধ করার ঘোষণার পর নড়েচড়ে বসেছে অসাধু সিন্ডিকেট। খুচরা বিক্রেতারাও মানুষকে জিম্মি করে ১ দিনের ব্যবধানে দাম প্রায় দ্বিগুণ করে দিয়েছে। তাছাড়া অতিরিক্ত চাহিদার কারণেও হয়েছে দামের এমন উল্লম্ফন। কারণ দাম আরো বেড়ে যেতে পারে, এই ভয়ে অধিকাংশ ক্রেতারাই প্রয়োজনাতিরিক্ত পেঁয়াজ কিনে মজুদ করে রাখছেন।