জয়ের মুখ দেখলো পিএসজি

তৃতীয় ম্যাচে এসে মেসের বিপক্ষে মৌসুমের প্রথম জয় পেল পিএসজি।
তবে কাজটা মোটেও সহজ হয়নি টমাস টুখেলের শিষ্যদের জন্য। অতিরিক্ত সময়ে পাওয়া একমাত্র গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। ম্যাচের ১২তম মিনেটেই এগিয়ে যাওয়ার সুযোগ আসে স্বাগতিকদের সামনে। অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রসকে হেডে রুপান্তর করেন মাউরো ইকার্দি। কিন্তু তা জালের ঠিকানা খুঁজে পায়নি।
তবে শেষ পর্যন্ত পুরো একাদশ নিয়ে খেলতে পারেনি পিএসজি। দ্বিতীয়বার হলুদ কার্ড দেখলে ৬৫ মিনিটে মাঠ ছাড়তে হয় ডিফেন্ডার আবদু দিয়ালোকে। এর ঠিক ২০ মিনিট পর চোট পেয়ে মাঠের বাইরে যান বদলি হিসেবে নামা হুয়ান বের্নাত।
৯ জনের দলে পরিণত হওয়া পিএসজির কাছে তখন যেন হার এড়ানোই আসল কথা। তবে দেয়াল পিঠ ঠেকে যাওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আনন্দে ভাসান ইউলিয়ান ডাক্সলার। অতিরিক্ত সময়ের তিন মিনিটে এই জার্মান মিডফিল্ডারের মাথাস্পর্শী গোলেই জয় পায় লিগ জায়ান্টরা।