টুইটারে হ্যাকারদের প্রকপ

বিশ্বের শীর্ষ কয়েকজন ধনী থেকে সেলিব্রেটি বাঘা বাঘা ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ন্ত্রণ নিয়েছিল কয়েকজন খুদে হ্যাকার! তারা সংঘবদ্ধ কোনো হ্যাকার চক্র, চীন কিংবা রাশিয়ার মতো কোনো দেশের সহযোগী নয়। গত বুধবার হ্যাকাররা এসব প্রভাবশালী ব্যক্তির অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে বিটকয়েনের বিভিন্ন ভুয়া পোস্ট টুইট করে। পরে তা হ্যাকারমুক্ত করা হলেও টুইটারের ইতিহাসে এত বড় হ্যাকিংয়ের ঘটনা আর ঘটেনি বলে মত সাইবার বিশেষজ্ঞদের। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, অনলাইন জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস, স্পেসএক্সের প্রধান নির্বাহী অ্যালন মাস্ক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন, র্যাপ সংগীতশিল্পী কেনি ওয়েস্ট প্রমুখ ছিলেন হ্যাকিংয়ের শিকার। বিল গেটসের টুইটার থেকে বার্তা ছড়ানো হয়, ‘তুমি এক হাজার ডলার দিলে ঘণ্টাখানেক পরে দুই হাজার ডলার ফিরিয়ে দেওয়া হবে। সময় মাত্র ৩০ মিনিট।’ ওবামার টুইটার থেকে বলা হয়, ‘করোনাভাইরাসের মোকাবিলায় আমি সমাজের জন্য কিছু করতে চাই। আমার অ্যাকাউন্টে আপনারা ১০০০ বিটকয়েন দিলে আমি ২০০০ বিটকয়েন ফেরত দেব।’ এভাবে সবার টুইটার থেকেই ঘুরিয়ে-ফিরিয়ে বিটকয়েন দেওয়ার ভুয়া বার্তা ছড়ানো হয়।
এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডোরসে। এক টুইটে তিনি বলেন, এটা টুইটারের জন্য একটি খারাপ দিন। এমন ঘটনার জন্য আমরা সবাই বিব্রত। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩০টি অ্যাকউন্ট হ্যাক করার পরিকল্পনা ছিল হ্যাকারদের। তবে তারা কয়েকটি অ্যাকাউন্ট হ্যাক করতে পেরেছিল। এই হ্যাকের ঘটনা তদন্তে এরই মধ্যে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। শুক্রবার নিউইয়র্ক টাইম এক প্রতিবেদনে জানিয়েছে, এসব হ্যাকার সংঘবদ্ধ কোনো সাইবার অপরাধী চক্র নয় কিংবা কোনো রাষ্ট্রীয় সাইবার হামলার সঙ্গেও জড়িত কেউ নয়। হ্যাকাররা তরুণ। এমন চারজনের সঙ্গে কথা বলতে পেরেছে পত্রিকাটি। এদেরই একজন জানিয়েছে, সে তার মায়ের সঙ্গে থাকে। এদের একেকজনের নাম অ্যাটরেট ওয়াই বা অ্যাটরেট সিক্স এমন সব সংকেতে পাওয়া গেছে।