পিএসসি-জেএসসি বন্ধ করার দাবি জানাচ্ছে অভিভাবক।

করোনার এ সুযোগে পরীক্ষা দুটি চলতি বছরের জন্য নয়, স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছে অভিভাবকরা।
তবে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, স্থায়ীভাবে বন্ধ করতে হলে সরকারের সর্ব্বোচ মহলে সম্মতির প্রয়োজন। কিন্তু সরকার নানা যুক্তি দিয়ে পরীক্ষা নিচ্ছেন।
মহামারি করোনাভাইরাসের কারণে শিক্ষাসূচী লন্ডভন্ড হয়ে যাওয়ায় এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে না নিয়ে বিদ্যালয়ে মূল্যায়ন এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা না নিয়ে বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করতে আলাদা আলাদা প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চূড়ান্ত অনুমতি চেয়েছে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
তবে পিইসি পরীক্ষা না নেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর চ চূড়ান্ত সম্মতি আশা করলেও জেএসসি নিয়ে এখনও ধারণা দিতে পারছেন না সংশ্লিষ্টরা।
এদিকে সরকারের দুই মন্ত্রণালয়ের এমন প্রস্তাবকে স্বাগত জানিয়ে শিক্ষাবিদ ও অভিভাবকরা পিইসি ও জেএসসি পরীক্ষা স্থায়ীভাবে বন্ধের দাবি করেছেন। তারা বলছেন, এ দুটি পরীক্ষা চালুর পর থেকেই বন্ধের দাবি জানানো হয়েছে।