প্রবণ মুখাজ্জির অবস্থার অবনতি

ভারতে সাবেক রাষ্ট্রপতি প্রবণ মুখাজ্জি। বেশ কিছুদিন ধরে তার স্বাস্থ্য অবস্থা ভালো নেই। আরো অবনতি হয়েছে স্বাস্থ্যের।
তার ‘সেপটিক শক’ দেখা দিয়েছে।সোমবারের স্বাস্থ্য বুলেটিনে এমনটাই জানিয়েছে দিল্লির সেনা হাসপাতাল।চিকিৎসকরা বলছেন, ‘রবিবারের চেয়ে প্রণব মুখার্জির পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে। এখনো গভীর কোমাতেই আচ্ছন্ন তিনি। ’বুলেটিনে বলা হয়, ‘ফুসফুস সংক্রমণের জেরে প্রণব মুখার্জির সেপটিক শক দেখা দিয়েছে। চিকিৎসকের দল এবং বিশেষজ্ঞরা চেষ্টা চালাচ্ছেন। ভেন্টিলেটর সাপোর্টে তিনি এখনো কোমাতেই রয়েছেন। ’
গত ৯ আগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। পরদিন সকালে দিল্লির আর্মি রিসার্চ এবং রেফারেল হাসপাতালে ভর্তি হন তিনি।হাসপাতালে ভর্তির পর পরই প্রণব মুখার্জির মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা।
এরপরই গভীর কোমায় চলে যান সাবেক এই রাষ্ট্রপতি।তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণও ধরা পড়েছিল।
প্রণব মুখার্জির বয়স প্রায় ৮৬ বছর। ভারতের রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করেন ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত।