বিকাশে ঋণ সেবা চালু

দেশে প্রথমবারের মতো কোনো বাণিজ্যিক ব্যাংক যে কোনো সময় যে কোনো স্থান থেকে মোবাইল ওয়ালেটের মাধ্যমে সঙ্গে সঙ্গেই ঋণ বিতরণ সেবা চালু করল। প্রাথমিকভাবে একটি পাইলট প্রকল্পের আওতায় সর্বোচ্চ ১০ হাজার টাকা
পর্যন্ত সিটি ব্যাংকের এই ঋণ নিতে পারবেন নির্বাচিত সীমিত সংখ্যক বিকাশ অ্যাপ গ্রাহক।
মঙ্গলবার বিকাশ এবং সিটি ব্যাংক নতুন এ সেবা চালুর কথা জানিয়েছে। সিটি ব্যাংকের সিইও মাসরুর আরেফিন বলেন, নিরীক্ষামূলক এই প্রকল্পের অভিজ্ঞতা নিয়ে আরও ভালো সেবা আনা যাবে। বিকাশের সিইও কামাল কাদীর বলেন, এই ঋণ প্রান্তিক মানুষ, তরুণ সমাজ, প্রান্তিক ব্যবসায়ীদের জন্য আর্শীবাদ হবে।
ঋণ পাওয়ার জন্য নির্বাচিত গ্রাহকরা তাদের বিকাশ অ্যাপে ঋণ বা লোন আইকন দেখতে পাবেন। গ্রাহককে ই-কেওয়াইসি ফরমে বিকাশে দেওয়া তথ্য সিটি ব্যাংককে দেওয়ার সম্মতি দিতে হবে। ঋণের পরিমাণ এবং নিজের পিন দিয়ে সঙ্গে সঙ্গেই বিকাশ অ্যাকাউন্টে ঋণের টাকা পেয়ে যাবেন।