ভরা মৌসুমে ধরা পড়ছে না ইলিশ।

চলছে ইলিশের ভরা মৌসুম, কিন্তু জেলেদের জাল প্রায় শূন্য। খালি হাতে ফিরছেন শরীয়তপুরের জেলেরা। গত মৌসুমে শরীয়তপুরের আড়তে দিনে অন্তত ৩ থেকে ৪’শ মণ ইলিশ বেচাকেনা হয়েছে, সেখানে এবছর এখনও ৩০ মণও ছাড়ায়নি।
ভরা মৌসুমেও পদ্মা ও মেঘনায় ধরা পড়ছে না ইলিশ। হতাশ জেলে, আড়ৎদার ও পাইকাররা। দাদনের টাকা খাটিয়ে লোকসান গুনতে হচ্ছে প্রতিদিনই।
বন্যার কারণে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে তাদের মধ্যে অন্যতম হলো এই ভরা মৌসুমে ইলিশ ধরা পড়ছে না জেলেরা অনেক চিন্তিত তাদের রোজগার কমে যাচ্ছে দিন দিন
এদিকে, শরীয়তপুর জেলা মৎস কর্মকর্তা মোঃ আবদুর রউফ বলছেন, আবহাওয়া অনুকূলে আসলে ধরা পড়বে পর্যাপ্ত ইলিশ।
অন্যবার এই সময়ে জেলেপল্লি থাকে কর্মচঞ্চল, তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন। জেলার ২৮টি আড়তে নেই জেলে, আড়ৎদার আর পাইকারদের হাঁকডাক।
ঋণের টাকায় জাল, নৌকা মেরামত করে ইলিশ না পাওয়ায় হতাশ জেলেরা। এদিকে দাদনের টাকা ফেরত পাওয়া নিয়ে চিন্তিত আড়ৎদাররাও।