ভারতের দিক থেকেও পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত সোমবার হ্রদের দক্ষিণ তীরে ছোটখাটো সঙ্ঘাতের পর গুলি চলে। এর পরই মঙ্গলবার সন্ধে নাগাদ প্যানগংয়ের উত্তর তীরে নতুন করে বাহিনীর সংখ্যা বাড়াতে শুরু করে চীন। আনা হয় নতুন নতুন সরঞ্জাম।
ভারতীয় সেনার তৎপরতায় পূর্ব লাদাখে প্যানগং হ্রদের দক্ষিণ তীরে বিশেষ সুবিধে করতে পারছে না চীনের গণমুক্তি ফৌজ। এবার চাপে পড়ে তারা তৎপরতা বাড়াল হ্রদের উত্তর তীরে ফিঙ্গার বা গিরিশিরা এলাকায়।
এক সরকারি আধিকারিক বলেন, বাহিনীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি চীনা সৈন্যদের তৎপরতা বেড়েছে। অস্থায়ী প্রতিরক্ষাও বাড়াচ্ছে তারা। এবং তা স্পষ্ট চোখেও পড়ছে। ফলে ভারতের দিক থেকেও পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরেক সরকারি আধিকারিক জানান, দু পক্ষের সেনারাই পরস্পরের গতিবিধি দেখতে পাচ্ছে। চীনা সেনার কাজকর্মের ওপর কড়া নজরদারি রেখে চলেছে ভারতীয় সেনা।
প্যানগংয়ের উত্তরে ৪ নম্বর গিরিশিরা দখল করে রেখেছে চীন। হ্রদের উত্তর দিকে ৮টি গিরিশিরা একেবারে হ্রদের তীর পর্যন্ত নেমে এসেছে।