মেজর সিনহা হত্যা মামলা
দ্রুত সিনহা হত্যার বিচারের জন্য এবার রাস্তায় নেমে প্রতিবাদ করলেন বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। হত্যাকাণ্ডের পর ওসি প্রদীপসহ ৯ জনকে আসামী করে মামলা করেছিলেন তিনি।
মামলা করেই বসে থাকেননি শারমিন। ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের জন্য দৌড়ঝাঁপ করছেন। এমনকি নেমে পড়লেন অভিনব প্রতিবাদে। কক্সবাজারের যে শামলাপুর চেকপোস্টে মেজর সিনহাকে গুলি করে হত্যা করা হয়েছিল, প্ল্যাকার্ড হাতে সেখানে দাঁড়িয়েছেন তিনি। হত্যাকাণ্ডের বিরুদ্ধে আবারও দেশবাসীর মনোযোগ আকর্ষণ এবং দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিতের দাবিতে তার এই প্রতিবাদ।
এ ব্যাপারে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. ইয়াসিন বলেন, মেজর সিনহার বোন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছেন, ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তবে তিনি কখন এসে প্রতিবাদ করেছেন তা আমরা জানি না। আমাদেরকে আগে জানালে হয়তো তাকে সাহায্য করতে পারতাম। আমাদের দিক থেকে মেজর সিনহার পরিবারকে যে কোনো সাহায্য করা হবে।