মেসি আরও একটি মৌসুম খেলবেন বার্সার হয়ে।

এই যেমন মেসি সিদ্ধান্ত পাল্টানোয় তার প্রতি শ্রদ্ধা জানান লা লিগার সভাপতি জাভিয়ার তেবাস। এবার এই ইস্যুতে মুখ মুখলেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার ঘোষণা বর্তমানে ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত ঘটনা। বেশ কিছু ইস্যুতে বনিবনা না হওয়ায় গেল মাসের শেষের দিকে ন্যু ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন আর্জেন্টাইন তারকা।
এরপর দশদিন ধরে চলা রশি টানাটানির পর লড়াইয়ে জয় হয় কাতালান জায়ান্টদের। সেই সাথে নিজের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতে বাধ্য হন মেসি।
ইনফান্তিনো বললেন, বার্সার সাথে ছয় বারের ব্যালন ডি অর জয়ীর সম্পর্কটা দারুণ। তাই ন্যু ক্যাম্পে আর মেসি ভিন্ন কিছু নয়।
ইনফান্তিনো বলেন, মেসি খেলোয়াড়ের থেকেও বেশি কিছু। বার্সেলোনা এই কিংবদন্তির ক্লাব। আমি মনে করি উভয় পক্ষই ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে। সামনে কি হয় সেটাই এখন দেখার বিষয়।
মেসি আপাতত যাচ্ছেন না, আরও একটি মৌসুম খেলবেন বার্সার হয়ে, খবরটি প্রচার হওয়ার পর পরই চারদিক থেকে ভক্ত-সমর্থক, সাবেক ও বর্তমান ফুটবলার এবং বিভিন্ন সংগঠকদের শুভকামনা ভেসে আসতে থাকে। সাথে অনেকেই নিজেদের আনন্দের বিষয়টিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।