সপ্তমবারের মতো ধরা পড়লেন মাস্তিনি
মাস্তিনি ৭ বার জেল থেকে পালিয়েছেন এবং প্রত্যেকবারই ধরা খেয়ে ফিরতে হয়েছে আগের ঠিকানায়। সপ্তমবারের মতো পালিয়ে গিয়ে কিছুদিন থাকার পর গত মঙ্গলবার একটি ভেড়ার খোয়াড় থেকে তাকে গ্রেপ্তার করেছে ইতালিয়ান পুলিশ।
৬০ বছর বয়সী জিউসেপ্পে মাস্তিনি ‘জনি দ্য জিপসি নামেই অধিক পরিচিত। মাত্র ১১ বছর বয়সে ১৯৭৫ খুন করেন করেন চলচ্চিত্র নির্মাতা পিয়ার পাওলো পাসোলিনিকে। তার কিছুদিন পর থেকেই কারাগারে আছেন তিনি। তবে মাঝে মাঝেই কারাগার থেকে পালান মাস্তিনি। এমনও হয়েছে, কয়েক বছর তাকে ধরতে পারেনি পুলিশ। বিভিন্ন ছদ্মবেশে অপকর্ম করে বেড়িয়েছেন।
কারাগার থেকে পালিয়েও একাধিক খুন করেছেন জিউসেপ্পে মাস্তিনি। সেসব খুনের জন্য দায়ী ব্যক্তিকে খুঁজতে গেলে ধরা পড়েছেন পুরনো আসামী মাস্তিনি। ইতালির বার্তাসংস্থা এএনএসএ জানিয়েছে, খুনী জিউসেপ্পে দেশটির বার্গমোরের বাসিন্দা। সত্তরের দশকে পরিবারের সঙ্গে রোমে চলে যান তিনি। সেখানেই চলচ্চিত্র নির্মাতাকে খুন করে বসেন। তারপর থেকে কারাগারই তার নিবাস ।