সাত জন আসামির ৭ দিনের রিমান্ডে সিনহা হত্যা মামলায়।

বৃহস্পতিবার ০৬ আগস্ট রাত ৮টার দিকে কক্সবাজার আদালতে সিনহা হত্যা মামলায় র্যাবের করা রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ড চেয়েছিল র্যাব। আদালত তিনজনের ৭ দিন করে মঞ্জুর করেছেন।
কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সাবেক মেজর সিনহা হত্যা মামলার সাবেক ওসি প্রদীপসহ ৩ আসামিকে ৭ দিন করে রিমান্ডের আদেশ পরিবর্তন করে সাত আসামিকে সাতদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এছাড়া আত্মসমর্পন করেনি এমন ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে, র্যাব ৭ আসামির বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করে।
র্যাবের আবেদনের প্রেক্ষিতে আদেশ পরিবর্তন করে আত্মসমর্পণ করা আসামিদের সাতদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করে। অবসরপ্রাপ্ত মেজর রাশেদ সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপসহ তিন আসামিকে সাতদিন করে রিমান্ডের আদেশ পরিবর্তন করে সাত আসামিকে সাতদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এদিকে, রাতে এক সংবাদ সম্মেলনে র্যাব-এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে সিনহা হত্যা মামলার তদন্ত করবে র্যাব।