সীমান্ত থেকে ধরে নিয়ে গেল এক বাংলাদেশিকে

গতকাল সোমবার সন্ধ্যায় জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী-জারুলিয়াছড়ি এলাকার নোম্যান্সল্যান্ডের ৪৭ নম্বর পিলারের কাছ থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়া হয়।
ধরে নিয়ে যাওয়া ওই যুবকের নাম মো. ইউছুফ (৩২)। তিনি নাইক্ষ্যাংছড়ি উপজেলার সোলেমানের ছেলে এবং পেশায় একজন কৃষক।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নোম্যান্সল্যান্ডের ৪৭ নম্বর পিলারের কাছে গবাদি পশুদের চরাচ্ছিলেন ইউছুফ। এ সময় মিয়ামারের বিজিপির সদস্যরা তাকে ধরে সীমান্তের ওপারে নিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি বলেন, সীমান্ত এলাকায় গবাদিপশু চরানোর সময় বিজিপি এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার কথা তিনি শুনেছেন। তাকে ফেরানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।