করোনাক্রান্ত ওসি সেলিম

ওসি সেলিম মিঞা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করান। শুক্রবার রাতে তার রিপোর্ট কোভিড-১৯ পজেটিভ এসেছে।
নমুনা জমা দেয়া ও রিপোর্ট আসার মধ্যবর্তী সময়ে তিনি সিলেট সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদের নিরাপত্তার দায়িত্ব পালন করেন। বুধবার ওই দুই মন্ত্রী সিলেটে যান। এমনকি বৃহস্পতিবার রাতে ওসি সেলিম মিঞা পররাষ্ট্রমন্ত্রীর বাসায়ও ছিলেন।
শুক্রবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার।
এ বিষয়ে সিলেট নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ওসির করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর বৃহস্পতিবার রাতে জানা গেছে। এর পরই তিনি আইসোলেশনে চলে গেছেন। তবে তিনি কবে নমুনা দিয়েছিলেন, সে ব্যাপারে অফিশিয়ালি কাউকে জানাননি ওসি।
নাম প্রকাশ না করার শর্তে নগর পুলিশের এক কর্মকর্তা বলেন, নিয়ম অনুযায়ী, করোনাভাইরাসের নমুনা জমা দেয়ার পর থেকে আইসোলেশনে থাকার কথা। এ নির্দেশনা সবাইকে দেয়া হয়েছে। কিন্তু ওসি সেলিম মিঞা সেটি মানেননি। তার দায় এড়ানোর কোনো সুযোগ নেই।