অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুর তদন্ত শুরু।
সিবিআই দলটি মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার এর সঙ্গেও কথা বলতে পারে। বিহার পুলিশের প্রতিনিধিকে যেমন কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সি বি আই দলটির ক্ষেত্রে তা করেনি বোম্বে মিউনিসিপাল কর্পোরেশন।
তারা অবাধে কাজ করার সুযোগ দিতে চায় এজেন্সিকে। এদিকে সুশান্ত সিং রাজপুতের আইনজীবী বিকাশ গুপ্ত বলেছেন, রিয়া চক্রবর্তীকে হেফাজতে নিয়ে জেরা করতে পারে সিবিআই।
সুপ্রিম কোর্ট বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুর তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয়ার একদিনের মধ্যে এজেন্সির পনেরো জনের একটি দল মুম্বাই পৌছালো।
শুক্রবার সকালে মুম্বাইয়ে নেমেই একটি গেস্ট হাউসে ওঠে তারা। পৌঁছানোর কয়েকঘণ্টার মধ্যে কাজ শুরু করে সিবিআই এর দলটি। মুম্বাই পুলিশের কাছ থেকে তারা সংগ্রহ করে কেস ডায়েরি, সুশান্তের ল্যাপটপ এবং ফোন। একটি দল যায় বান্দ্রা থানায়।
অন্য একটি দল সুশান্তের ফ্ল্যাট পরিদর্শন করে। পুলিশ ফটোগ্রাফার এর কাছ থেকে সংগ্রহ করে সুশান্তের ঝুলন্ত দেহের বিভিন্ন অ্যাঙ্গেল এর ছবি। মধ্যাহ্নভোজের পর তারা এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।